ঠাকুরগাঁওয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১৭

3

পূর্বদেশ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় ১৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ভোর ৫টার দিকে হরিপুরের চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চার শিশু, ১১ নারী ও দুজন পুরুষ রয়েছেন। বিজিবি সূত্রে জানায়, দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ ৪২ বিজিবির চাপসার বিওপির টহলরত একটি টিম সীমান্তের মেইন পিলার ৩৪৮/২-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর এলাকায় তাদের সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে আটক করে। খবর বাংলানিউজের।
এ বিষয়ে চাপসার বিওপি কমান্ডার জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনি ব্যবস্থা নিতে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মÐল বলেন, ১৭ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন