মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আবুল হোসেন (৪২) নামে এক সিএনজি-অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রিয়া অটো ব্রিকফিল্ডের পেছনে এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ফতেহ আলী ফকির বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।
নিহত আবুল হোসেনের বড় ভাই আবুল কালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাড়া নিয়ে রেললাইনের পাশে যান আবুল হোসেন। সেখানে রেললাইনের পাশে গাড়ি রেখে সে হয়তো লাইনের উপর বসেছিল। এমন সময় ট্রেন তার উপর দিয়ে চলে যায়। এতে করে তার লাশ ছিন্নভিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আবুল হোসেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
স্থানীয় সিএনজি-অটোরিকশা চালক তারেক হোসেন জানান, প্রিয়া অটো ব্রিক ফিল্ডের পেছনে রেললাইন ঘেঁষে একটি চায়ের দোকানে চোলাই মদ বিক্রি করা হয়। আবুল হোসেন মাঝেমধ্যে মদ পান করতেন। হয়তো বৃহস্পতিবার মদ পান করে রেললাইনে বসার পর ট্রেন আসলেও সে সজাগ ছিল না। এতে করে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। গত কয়েক মাস পূর্বেও মদ্যপ অবস্থায় ওই স্থানে ট্রেনে কাটা পড়ে আরো একজন সিএনজি-অটোরিকশা চালক নিহত হয়েছিলেন।
রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকুÐ ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংবাদ রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জানায়নি। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হবে।