ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমে ব্যর্থ যুবকের আত্মহত্যা

1

সীতাকুন্ড প্রতিনিধি

প্রেমে ব্যর্থ হয়ে গবিন্দ্র কুমার দে (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর একটায় সীতাকুন্ড পৌরসভার রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি সৈয়দপুর ইউনিয়রের কেদারখিল গ্রামের বিনাশ কুমার দের পুত্র।
পরিবার ও রেলওয়ে পুলিশ জানায়, প্রেম সংক্রান্ত বিষয়ে গোবিন্দ দেবনাথ ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার শরীর দুই ভাগ হয়ে যায়। পরে তাকে রেল পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। সীতাকুন্ড রেল পুলিশ ফাঁড়ির এএসআই বিশ্ব নাথ দে বলেন, রেললাইনে হাঁটার সময় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহন হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। লোকমুখে শুনেছি প্রেমে ব্যর্থ হয়ে অভিমানে তিনি আত্মহত্যা করেন।