ট্রাম্পের ফোনালাপের পর ইইউ নেতাদের বৈঠকে যাচ্ছেন জেলেনস্কি

1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। ব্রাসেলসে ইউরোপীয় নেতারা ইউক্রেনে শান্তি স্থাপন নিয়ে আলোচনা করবেন। এরইমধ্যে বিভিন্ন দেশের নেতারা সেখানে জড়ো হতে শুরু করেছেন। নেতাদের বৈঠকে ভাষণ দেবেন জেলেনস্কি। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাইয়া কালাস এরইমধ্যে বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দেওয়া শর্তগুলো প্রমাণ করে যে মস্কো প্রকৃতপক্ষে শান্তি চায় না।
তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিপরীত, যিনি আলোচনার বিষয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বারবার বলেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি চুক্তি করতে প্রস্তুত। বুধবার ইইউ প্রকাশিত প্রতিরক্ষা শ্বেতপত্র ইইউর বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে। কালাস বলেন, এটি ব্রাসেলসের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।
এদিকে রাতভর হামলায় ইউক্রেনে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।