ট্রাম্পের ‘গ্রিনল্যান্ড পরিকল্পনা’র বিরুদ্ধে একাট্টা ইউরোপীয় নেতারা

1

গ্রিনল্যান্ড-কানাডা-পানামা খাল সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের সা¤প্রতিক মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় নেতারা। বিশেষ করে গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক বাহিনী ব্যবহারের সম্ভাবনা প্রত্যাখ্যান করতে ট্রাম্পের অস্বীকার করার ব্যাপারটি ইউরোপীয় নেতাদের ভাবিয়ে তুলেছে। বিষয়টি ইউরোপীয় সীমান্ত এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি হতে পারে মনে করছেন তারা।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস বলেছেন, শক্তি বা সক্ষমতা যেটুকুই থাকুক সীমান্তের অখÐতা প্রতিটি দেশের জন্যই গুরুত্বপূর্ণ।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ট্রাম্পের সা¤প্রতিক বক্তব্য ইউরোপীয় নেতাদের মধ্যে ‘উল্লেখযোগ্য বিভ্রান্তি’ সৃষ্টি করেছে। আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে, সীমান্ত কখনো বলপ্রয়োগের মাধ্যমে পরিবর্তন করা উচিত নয়। এই নীতিটি পূর্ব-পশ্চিম, যেকোনো অঞ্চলের জন্যই সমানভাবে প্রযোজ্য।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বারোও এ বিষয়ে তার নিজের মতামত জানিয়েছেন, তিনি বলেছেন, গ্রিনল্যান্ড ইউরোপীয় অঞ্চল এবং ইইউ তার সার্বভৌম সীমান্তে কোনো আক্রমণ বরদাশত করবে না।