চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশনহাট এলাকায় ওভারটেক করতে গিয়ে বালু ভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোহাম্মদ রুমান (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার রওশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমান চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়মের ছৈয়দাবাদ গ্রামের আবদুস ছবুরের ছেলে। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী ইউপি মেম্বার হেলাল উদ্দীন গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, রুমান মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি রওশন হাট কাঁচা বাজার এলাকায় পৌঁছালে বালু ভর্তি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শী আনোয়ার আবির জানান, মোটরসাইকেল আরোহী নোমান ও হেলাল উদ্দীন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নোমান ঘটনাস্থলে প্রাণ হারায়। অপর আরোহী ইউপি সদস্য হেলাল উদ্দীন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আহত হেলালকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে এবং ঘাতক ট্রাকটি আটক করে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।