ট্রফি নিয়ে ফিরল বাংলাদেশ

3

স্পোর্টস ডেস্ক

স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের পরদিন দেশে ফিরল কোচ মারুফুল হকের দল।
বৃহস্পতিবার বিকেলে ঢাকায় অবতরণ করে ট্রফিজয়ীদের বহন করা উড়োজাহাজ। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করেছে সাফজয়ীদের উড়িয়ে আনা ফ্লাইটটি। চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেয়া হবে। অর্ন্তর্বতী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার গণমাধ্যমে জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফ করেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উল্লেখ্য, গতকাল ২৮ আগস্ট সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দল। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়েছে তারা। ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা অর্জন করেছে বাংলাদেশ।