টোকিও অলিম্পিকের পদক উন্মোচন

24

ঠিক এক বছর আগে টোকিও ২০২০ অলিম্পিকের পদক উন্মোচন করেছে আয়োজক কমিটি।
বুধবার জাপানের রাজধানীতে জমকালো এক অনুষ্ঠানে পদক উন্মোচন করা হয়। পদকের নকশা করেছেন জুনিচি কাওয়ানিশি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
পদকগুলির ব্যাস ৮৫ মিলিমিটার। এতে গ্রীক জয়ের দেবী নাইকির পাশাপাশি অলিম্পিকের প্রতীক রয়েছে। পদকগুলো বানানো হয়েছে আগে ব্যবহার করা পণ্যের ধাতু দিয়ে। পুরো জাপানে ব্যবহৃত ৬২ লাখ ১০ হাজার ইলেক্ট্রনিক ডিভাইস থেকে এই ধাতু সংগ্রহ করা হয়েছে।