টৈটং উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

1

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রাচীনতম বিদ্যানিকেতন টৈটং উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন ও ব্যাচ প্রতিনিধি নির্ধারণ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে বিকাল ৩ টায় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে প্রাক্তন শিক্ষার্থীদের পেকুয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, আমন্ত্রিত অতিথি ও গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়োর ৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাহফুজুল হকের সভাপতিত্বে ও ৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র গারাঙ্গিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জোবায়েরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমীর হক মো. আমির হোছাইন।
এসময় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাহফুজুল হককে আহবায়ক, আশেক মো. শাহাদাত হোছাইনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।