‘টেলিকম নীতির পুরনো খসড়া ধরে কথা বলেছে বিএনপি’

1

টেলিকম খাতের যে খসড়া নীতিমালা নিয়ে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে, তা পুরনো বা আগের খসড়া বলে মনে করেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তার ভাষ্য, বিএনপি মহাসচিব যেসব বিষয়ে উদ্বেগ জানিয়েছেন, নতুন খসড়ায় সেসব আপত্তিকে ‘অ্যাড্রেস’ করা হয়েছে। খবর বিডিনিউজের
সরকার ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি-২০২৫’ ঘোষণার ক্ষেত্রে সরকার তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছে বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ‘উদ্বেগ’ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে কিছু গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়ন বাধা হতে পারে। এই নীতিমালা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ‘ক্ষতিগ্রস্ত’ করবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের প্রতি আহবান রেখে তিনি বলেন, এসএমই, প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক সংগঠনসহ সব পক্ষের সঙ্গে খোলামেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার বেলা আড়াইটায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের টেলিকম নীতিমালার খসড়া ঘোষণা করার কথা ছিল। তার ঘণ্টা দুয়েক আগে ‘জরুরি’ সংবাদ সম্মেলন ডেকে বিএনপির আপত্তির কথা তুলে ধরেন দলটির মহাসচিব। এরপর আর সেই নীতিমালা ঘোষণা করা হয়নি।
বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তরফে ফয়েজ আহমদ তৈয়্যবকে বার্তা দেওয়া হলে তিনি অডিও বার্তা পাঠিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন।
অডিও বার্তায় তৈয়্যব বলেন, বিএনপি মহাসচিবের প্রতিক্রিয়া আমরা দেখেছি। আমরা স্বাগত জানাই যে- রাজনৈতিক দলগুলোও পলিসির বিষয়ে সচেতন। প্রথমত আমি বলতে চাই, ওনারা পুরনো একটা খসড়া নিয়ে কথা বলেছেন; যেই খসড়াটা বিটিআরসি মন্ত্রণালয়কে পাঠিয়েছিল মন্ত্রণালয়ের ভেটিং এবং অনুমোদনের জন্য। আমরা মন্ত্রণালয় থেকে একটা কমিটি করেছি, সেই কমিটি নতুন আরেকটি খসড়া করেছে।