টেরীবাজার কাটাপাহাড় লেইন এলাকায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সা.) মাহফিল সমিতির সভাপতি আব্দুল মান্নান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনসুর’র সঞ্চালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ সিএমপি উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাভিশন ও এটিএন বাংলা’র ইসলামিক আলোচক মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান। উদ্বোধক ও আলোচক ছিলেন মাওলানা মুফতি ইসহাক।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন চ্যানেল আই, এটিএন বাংলা’র আলোচক ও চান্দগাঁও আবাসিক জামে মসজিদ এর খতিব মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী। আলোচনা করেন চট্টগ্রাম বক্সিরহাট শরিয়ত উল্লাহ জামে মসজিদ এর খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, চট্টগ্রাম আতর জান জামে মসজিদ এর খতিব মাওলানা শামসুল হুদা, কল্পলোক আবাসিক এলাকা জামে মসজিদ এর খতিব মাওলানা ইমরানুল হক সাইয়েদ। এসময় উপস্থিত ছিলেন মাহফিল উপ-কমিটির আহব্বায়ক হাফেজ মো. তাজুল ইসলাম, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল, নাসির উদ্দিন চৌধুরী, মো. আলমগীর, ফরিদুল ইসলাম, মো. গোলাম নবী, মো. ফরিদ উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দীন, এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, মো. বাকের উল্লাহ, মো. হারুনুর রশিদ, মো. ইব্রাহিম পারভেজ, মো. মামুনুর রশিদ, মো. দিদারুল আলম, মো. নাছির উদ্দিন, মো. মামুনুর রশিদ, মো. জাবেদ ও মো. আবু ছালেক প্রমুখ। বিজ্ঞপ্তি