টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্বে মান্নান-মনসুর

13

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাইকারি কাপড়ের সর্ববৃহৎ বাণিজ্যকেন্দ্র টেরিবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে অবশিষ্ট ১৯ পদে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক পদে আবুল মনসুর নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট প্রদান করেন ভোটাররা। টেরিবাজার ব্যবসায়ী সমিতির মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৭৩০টি। নির্বাচনে মোট ভোট পড়েছে ২ হাজার ৯৮টি, যা মোট ভোটারের ৭৮ শতাংশ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মফিজুল ইসলাম রয়েল (ভারপ্রাপ্ত), নির্বাচন কমিশনার মো. ইসমাইল, আব্দুল হান্নান, শামশুল আলম, মুহাম্মদ মুছা ও সমাজ সেবা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিকে দ্বি-বার্ষিক নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি পদে আলমগীর,ফরিদুল ইসলাম, মো. গোলাম নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও শেখ শহীদ সোহরার্দী বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক মো. এমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মো. বাকের উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো. হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম পারভেজ, দপ্তর সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ, অডিটর সম্পাদক মো. দিদারুল আলম, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো. মামুনুর রশিদ, মো. জাবেদ ও আবু ছালেক নির্বাচিত হন।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আব্দুল মান্নান বলেন, টেরিবাজারের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
একইভাবে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আবুল মনসুর বলেন, বিগত দিনে আমি দেখেছি, এই টেরিবাজারে রাজনৈতিক প্রতিহিংসার একটি উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। এখান থেকে ব্যবসায়ী সমাজকে মুক্তিদানের জন্য সকলকে সাথে কাজ করে যাবো।
উল্লেখ্য, টেরিবাজারে ৮২টি শপিংমল এবং প্রায় ২ হাজার ৫০০ দোকান আছে। বলা হয়, ঢাকার ইসলামপুরের পরে এটিই দেশের পাইকারি কাপড়ের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যকেন্দ্র। এখানে পাইকারি ও খুচরায় কাপড় কেনাকাটা চলে সারাবছর।