টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন

2

নিজস্ব প্রতিবেদক

নগরীর পাইকারি কাপড়ের অন্যতম বৃহৎ বিপণীকেন্দ্র টেরিবাজারের একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত সাড়ে ৭ টার দিকে সেখানকার খাজা বিপণী নামে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, দোতলায় একটি কাপড়ের গুদামে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ছয়টি গাড়ি পাঠানো হয়।
দোতলায় দোকান ও কাপড়ের গুদাম থাকার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ। তিনি গতকাল রাতে বলেন, টেরিবাজারে আগুন লাগার ঘটনা জানার পর দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
তিনি বলেন, অগ্নিকান্ডের কারণ বা ক্ষতি সম্পর্কে এখনই কিছুই বলা যাচ্ছে না। রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পুরোপুরি আগুন নির্বাপণের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে বিস্তারিত জানা যাবে।
রোজার সময়ে বেচাকেনার মৌসুমে চট্টগ্রামের অন্যতম ব্যস্ত এই বিপণীকেন্দ্রে আগুন লাগার পর টেরিবাজারে ক্রেতা ও বিক্রেতারা বিপাকে পড়েছেন।
টেরিবাজার বণিক সমিতির সভাপতি আবদুল মান্নান গতকাল রাত ৮টায় জানান, খাজা বিপণি নামের একটি ভবনের গুদামে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। টেরিবাজারের কেনাকাটা স্বাভাবিক রয়েছে।