টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষে কর্মশালা

1

দেশে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষে গ্রিন সাপ্লাই চেইন ট্রানজিশন প্রোগ্রামের আওতায় একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। রাজধানীর গুলশানে বেঙ্গল ব্লুবেরি হোটেল গত ২৮-২৯ মে প্রশিক্ষণ কর্মশালা হয়। এটি গ্লোবাল সাপ্লাই চেইন সাপোর্ট ফান্ডের সহায়তায় আয়োজিত হয়। কর্মশালায় পরিবেশ ও সামাজিক কমপ্লায়েন্স, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোর পরিবর্তনশীল চাহিদা এবং এজও ও ঝইঞর-এর মতো রিপোর্টিং কাঠামোর অধীনে প্রত্যাশিত রিপোর্টিং পদ্ধতি নিয়ে আলোচনা হয়। ইন্টেলক্যাপ-এর সার্কুলার অ্যাপারেল ইনোভেশন ফ্যাক্টরি-এর প্রিন্সিপাল এ এফ এম শাহেদ বলেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে সার্কুলারিটি এবং সাসটেইনেবিলিটিকে গ্রহণ করার ওপর। মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব সাপ্লায়ারদের বৈশ্বিক ব্র্যান্ডের চাহিদা পূরণের জন্য প্রস্তুত করবে, বাস্তব ডিকার্বোনাইজেশন সমাধান গ্রহণে সহায়তা করবে এবং প্রতিযোগিতামূলক, ভবিষ্যত-প্রস্তুত সাপ্লাই চেইন গড়ে তুলবে। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, পোশাক ও গার্মেন্টস খাতের ভবিষ্যৎ কেবল ফ্যাশন নয়, এটি দায়বদ্ধতা, স্বচ্ছতা ও রূপান্তরের বিষয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাহিদ হোসেন, ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান, ইন্টারন্যাশনাল ডিভিশন ও এনআরবি প্রধান খোন্দকার তৌফিক হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মারুফ হায়দার এবং ট্রেজারি ও মার্কেট রিস্ক (ফ্রন্ট) বিভাগের প্রধান সুশান্ত শেখর দেব সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালাটি আয়োজন ও বিভিন্ন সেশন পরিচালনায় আরও উপস্থিত ছিলেন এ এফ এম শাহেদ, কান্ট্রি ম্যানেজার, ইন্টেলক্যাপ, ধীমান হালদার, ম্যানেজার, ইন্টেলক্যাপ, হাসান মোনির, সিনিয়র কনসালট্যান্ট, ইঞ্জিনিয়ারিং রিসোর্সেস ইন্টারন্যাশনাল লিমিটেড, বায়জিদ বুস্তামী, সিনিয়র ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং রিসোর্সেস ইন্টারন্যাশনাল লিমিটেড। এছাড়া ভার্চুয়ালি সেশন পরিচালনায় সহায়তা করেন সৌম্য সূর্যনারায়ণন, ডিরেক্টর, সিদ্ধার্থ লুল্লা, পার্টনার, বিজনেস কনসাল্টিং অ্যান্ড রিসার্চ, ইন্টেলক্যাপ অ্যাডভাইজরি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। বিজ্ঞপ্তি