পূর্বদেশ ডেস্ক
টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গা, দুই বাংলাদেশি এবং তাদের পাচারে জড়িত এক দালালকে আটক করা হয়েছে। সোমবার গভীররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় নৌ-বাহিনীর সদস্যদের একটি দল এ অভিযান চালায় বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।
আটক দালালের নাম ও পরিচয় জানা না গেলেও তিনি রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর বিডিনিউজের।
গিয়াস উদ্দিন বলেন, মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকার কয়েকটি বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করার খবর পান নৌবাহিনীর সদস্যরা। পরে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে এক দালালকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ঘটনাস্থলের ঝুপড়ি ঘরগুলো থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ১৯ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন বাংলাদেশি এবং অন্যরা রোহিঙ্গা নাগরিক। উদ্ধারদের মধ্যে ৮ জন নারী এবং শিশুসহ ১১ জন পুরুষ রয়েছে।
আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।