টেকনাফে সমুদ্রে গোসলে নেমে শিশুর মৃত্যু

1

পূর্বদেশ ডেস্ক

টেকনাফে সাগরে গোসল করতে নেমে মাদরাসা পড়জয়া এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে দুই শিশু। গতকাল রোববার দুপুর পৌনে ১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বিচ পয়েন্ট এলাকার সাগরে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। মারা যাওয়া ১০ বছর বয়সী নুর কামাল টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।
নিখোঁজরা হল, একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)। খবর বিডিনিউজের।
স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, আজ (রোববার) বেলা ১২টার দিকে বিচ পয়েন্টে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এসময় স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। তখন অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। কিন্তু অপর দুই শিশুর খোঁজ মেলেনি।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মৃত শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।