টেকনাফে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

37

কক্সবাজারের টেকনাফে এক ডজন মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৪ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মৌলভী পাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান। নিহত জালাল ইউসুফ বাহাদুর (৪৭) সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার খলিল আহমদের ছেলে। পুলিশ বলছে, জালাল তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১২ টি মামলা রয়েছে। মামলা মাথায় নিয়েই সে পালিয়ে বেড়াচ্ছিলো।
ঘটনার বর্ণনায় ওসি বলেন, গত বৃহস্পতিবার বিকালে টেকনাফ উপজেলা সদর থেকে জালালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে মৌলভী পাড়ায় ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক বিক্রেতারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থলে জালালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জালালকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।
এছাড়া ঘটনাস্থল থেকে ১০ টি দেশী বন্দুক, একটি বিদেশী পিস্তল, ২৪ টি গুলি ও ৩০ হাজার ইয়াবা উদ্ধারের কথাও জানান ওসি।