টেকনাফ উপজেলা পাঁচটি মেছোবাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে সাবরাং ইউপির মগপাড়া গ্রামের নজির মেম্বারের বাড়িতে মেছোবাঘের বাচ্চাগুলোকে দেখা যায়। পরে বাড়ির মালিক উপক‚লীয় বন বিভাগকে ঘটনাটি জানান। এ সময় বাঘগুলো একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন।
বনকর্মীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘের বাচ্চাগুলো উদ্ধার করে টেকনাফ উপক‚লীয় রেঞ্জ অফিসে নিয়ে আসেন। খবর বিডিনিউজের।
এ বিষয়ে টেকনাফ উপক‚লীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গেছেন। মেছোবাঘের শাবক পাঁচটি উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।