১২টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে টেকনাফের ইউপি চেয়ারম্যানসহ সচিবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজারের কলাতলী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- টেকনাফ বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন (৪৮) ও সেন্টমার্টিন ইউনিয়ন ইউপি সচিব মোহাম্মদ রিয়াজুল হক (৫৬)।
ইউপি চেয়ারম্যান আজিজ টেকনাফের শামলাপুরের পুরান পাড়া এলাকার বাসিন্দা। সচিব রিয়াজুলের বাড়ি উখিয়ার রত্মপালংয়ে।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
রিয়াজ উদ্দিন বলেন, ‘দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় টেকনাফের ইউপি চেয়ারম্যান আজিজ ও সচিব রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার থানায় সোপর্দ করা হয়েছে।