টেকনাফে অনুপ্রবেশকালে ৩৭ রোহিঙ্গা আটক

1

মিয়ানমার থেকে ট্রলারে সাগরপথে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করছিল। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের
স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে মিয়ানমার থেকে আসা একদল রোহিঙ্গা টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে আটক করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাদের উদ্ধার করেছে।
রোহিঙ্গারা পুলিশকে জানিয়েছে, মিয়ানমার থেকে দালালের মাধ্যমে টাকা দিয়ে তারা সাগরপথে অনুপ্রবেশ করেছে। ওসি গিয়াস উদ্দিন বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আজ সকালে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে সম্প্রতি আবারও প্রাণ বাঁচাতে পালিয়ে এসে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার আশ্রয়শিবির এবং ভাড়া বাসায় আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা। বাংলাদেশে জুলাই-আগস্টের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে বেশ কিছু রোহিঙ্গা ঢুকে পড়ে। অভিযোগ উঠেছে, দালালদের মাধ্যমে ২০ থেকে ২৫ হাজার টাকা দিয়ে সাগরপথে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। এর মধ্যে সীমান্ত ও রোহিঙ্গা ব্যবস্থাপনায় জড়িত সংস্থাগুলো ২০ হাজারের বেশি রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে।