টেকনাফের মাদক মামলার আসামি ধরা হাটহাজারীতে

1

হাটহাজারী প্রতিনিধি

কক্সবাজার জেলার টেকনাফ থানার মাদকের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইসমাইল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। গতকাল শনিবার সকালের দিকে গণমাধ্যমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ক্যাম্পের অধিনায়ক এসপি সাইফুর রহমান।
গ্রেপ্তার আসামি মো. ইসমাইল হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মৌলভী সোলায়মানের বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার (১২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করে। এরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইসমাইলকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।
আসামিকে হেফাজতে নেয়ার কথা স্বীকার করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন।