স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ও সর্বাধিক গোলদাতা হয়েছেন। তিনি ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট চারটি গোল করেছেন।
বাংলাদেশের ৪-১ ব্যবধানে জয়ের প্রথম দুই গোল করেছিলেন মিরাজুল। একটি গোলে সহায়তাও করেছেন বাফুফের একাডেমিতে তৈরি হওয়া এই ফুটবলার। মিরাজুল গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ও নেপালের বিপক্ষে ১ গোল করেছিলেন।
এই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের মোহাম্মদ আসিফ। তিনি সেমিফাইনালে জয়ের নায়ক। টাইব্রেকারে তিনি ভারতের দুটি শট ঠেকিয়েছিলেন। ফাইনালেও বেশ কয়েকবার নেপালের গোল করার প্রচেষ্টা নস্যাৎ করেছেন মারুফুল হকের দলের দ্বিতীয় গোলরক্ষক। ভারতের বিপক্ষে বদলি হিসেবে নেমে ভারতবধের নায়ক হয়েছিলেন মোহাম্মদ আসিফ।