টি-২০ সিরিজ খেলতে ভারতে হৃদয়-রিয়াদরা

1

স্পোর্টস ডেস্ক

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ভারতের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। কানপুর টেস্টের পঞ্চম দিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন দ্বিতীয় সেশনেই হার নিশ্চিত হয় বাংলাদেশের। ৭ উইকেটের হারে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। টেস্ট সিরিজ শেষে এবার টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা লড়াইয়ের অপেক্ষা। টেস্ট সিরিজ শেষ হতে না হতেই টি-টোয়েন্টি সিরিজের দামামা বাজছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকালই দেশ ছেড়েছে টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্যরা। স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ভারত সফরে আছেন পেসার এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন এই পেসার। টেস্ট স্কোয়াডে না থাকা পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, তানজিম সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গী হয়েছেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রাকিবুল হাসানও। ভারতের বিমান ধরার আগে আশার বাণী শুনিয়ে গেছেন তানজিম সাকিব। সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে। এরপর ৯ অক্টোবর দিল্লি এবং ১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।