করোনায় সব ধরনের খেলাধুলা বন্ধ। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলেরও এবারের আসরটি বাতিল হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের আসর। এক দফা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে এ বছর এই টুর্নামেন্ট হবে কি না, সন্দেহ। তবে এত লাভজনক একটি টুর্নামেন্ট কোনোমতেই বাতিল করতে চাইছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তারা চাইছে, আগামী অক্টোবর-নভেম্বরে এবারের আসরটি মাঠে গড়াতে। কিন্তু তখন তো টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকবে। কি করে সম্ভব? হ্যাঁ, টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা আসলে সেটি সুখবরই হবে আইপিএলের জন্য। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা জানালেন, অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর থেকে যদি টি-টোয়েন্টি শুরু করা না যায়, তবে সেই সময়টায় আইপিএল আয়োজনের চেষ্টা করবেন তারা।’ এদিকে আইসিসির কর্মকর্তারা এখন পর্যন্ত বিশ্বকাপ স্থগিত করার কোনো সম্ভাবনার কথা বলেননি। তারা বারবার বলে যাচ্ছেন, সূচি অনুযায়ীই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে।