টি-২০ বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে

18

আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে সরাসরি নয়, বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্বে। বাছাই পর্ব উতরানো গেলে মূল পর্ব খেলার সুযোগ মিলবে বাংলাদেশের। গত বিশ্বকাপেও বাছাই পর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। এরপর চূড়ান্ত পর্বেও গিয়েছিল টাইগাররা। এদিকে চিরপ্রতিদ্ব›দ্বী ভারত পাকিস্তানকে দুই গ্রæপে রেখে সূচি তৈরী করা হয়েছে। অস্ট্রেলিয়ায় ২০২০ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে ১৮ অক্টোবর আর ফাইনাল ১৫ নভেম্বর। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১১ নভেম্বর এবং একই দিনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে অ্যাডিলেড ওভালে।
প্রথম রাউন্ডে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। যেখানে খেলতে হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে। এরপর শুরু হবে মূলপর্ব। ২৪ অক্টোবর সিডনিতে মূলপর্বের প্রথম ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা পাকিস্তান। প্রথম রাউন্ডের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আগামী বছর ১৮ থেকে ২৩ অক্টোবর। তবে প্রথম রাউন্ডে কোয়ালিফায়ারদের সঙ্গে খেলবে আইসিসি র‌্যাংকিংয়ে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কা ও বাংলাদেশ।