টি-২০’র বিশ্বরেকর্ডে রশিদ

1

ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়া রাশিদ খান রেকর্ডের আরেকটি পাতায় নাম লিখিয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে। দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে শুক্রবার এই কীর্তি গড়েন রাশিদ। ২০ ওভারের ক্রিকেটে তার উইকেট এখন ৬৩১টি। সমান উইকেট নিয়ে আগে থেকে তালিকায় সবার ওপরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্রাভো। গত বছর ক্রিকেটকে বিদায় বলা ক্যারিবিয়ান অলরাউন্ডারের চেয়ে অবশ্য অনেক কম ম্যাচ খেলেছেন রাশিদ। ৬৩১ উইকেট নিতে ব্রাভোর লেগেছিল ৫৮২ ম্যাচ, রাশিদের লাগল কেবল ৪৬০ ম্যাচ।
রেকর্ডটি রাশিদের নিজের করে নেওয়া এখন কেবল সময়ের ব্যাপার। সেঞ্চুরিয়নে ৬২৯ উইকেট নিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামেন এমআই কেপ টাউনের অধিনায়ক রাশিদ। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন রাশিদ। দেশের হয়ে এখন পর্যন্ত ৯৬ টি-টোয়েন্টি খেলে ১৬১ উইকেট নিয়েছেন রাশিদ। আইপিএলে ১২১ ম্যাচ খেলে রাশিদের উইকেট ১৪৯টি। এছাড়া বিগ ব্যাশে ৯৮, পিএসএলে ৪৪, সিপিএলে ২৯ উইকেট আছে তার নামের পাশে।