টি-২০তে বিশ্বরেকর্ড শূন্য রানে অলআউট

1

টি-টোয়েন্টির সুপার ওভার মানেই রোমাঞ্চ। আর সেই সুপার ওভারেই জন্ম নিয়েছে রান না করার এক বিশ্বরেকর্ড। সুপার ওভারে এবারই প্রথম কোনও রান না করে ইনিংস শেষ করেছে একটি দল। যা আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম নজির। ঘটনাটা ছিল মালয়েশিয়া ত্রিদেশীয় টিটোয়েন্টি সিরিজে। মুখোমুখি হয়েছিল বাহরাইন ও হংকং। ভাগ্য নির্ধারণী সুপার ওভারে কোনও রান করতে না পারায় ম্যাচটা হেরেছে বাহরাইন। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে তারা ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে হংকং। জবাবে স্কোর টাই করে বাহরাইন। ৮ উইকেটে দলটির ইনিংস থামে ১২৯ রানে! তার পর ম্যাচটা সুপার ওভারে গড়ালে শুরুতে ব্যাট করতে আসে বাহরাইন। শুরুতে ব্যাট করতে নামেন বিন ও সোহেল আহমেদ। দুর্ভাগ্য এহসানের প্রথম বলে কোনও রান নিতে পারেননি বিন। পরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় বলে এহসানের আঘাতে আরও একটি উইকেট পড়লে শূন্য রানে শেষ হয় বাহরাইনের ইনিংস।
মাত্র ১ রানের লক্ষ্যে খেলতে নেমে হংকংয়ের বাবর হায়াত প্রথম দুই বলে ডট দেন দুটি। তার পর সিঙ্গেল নিয়ে রোমাঞ্চকর ম্যাচে ইতি টানেন।