টি-২০তে অ্যান্ডারসনের ক্যারিয়ার সেরা বোলিং

1

স্পোর্টস ডেস্ক

জেমস অ্যান্ডারসন সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন যখন, তারও এক বছরের বেশি সময় পর ২০ ওভারের ক্রিকেটে অভিষেক হয় রাশিদ খানের। প্রায় সাড়ে ছয়শ উইকেট নিয়ে এখন এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারি আফগানিস্তানের লেগ স্পিনার। প্রায় ১১ বছর পর, ৪৩ ছুঁইছুঁই বয়সে পুনরুজ্জীবিত হলো অ্যান্ডারসনের টি-টোয়েন্টি ক্যারিয়ার। ফেরার উপলক্ষটা ইংলিশ পেসার রাঙালেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে।
ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে ৪ ওভারে স্রেফ ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। তার দল জিতেছে ৪ উইকেটে। এই ম্যাচের আগে অ্যান্ডারসন সবশেষ টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছিলেন ২০১৪ সালের ২৩ অগাস্ট, টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ৪ ওভারে ৫২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।