করোনাভাইরসে এবার হুমকির মুখে পড়েছে আইসিসি’র পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপও। ২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট। ইতোমধ্যে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় এর মধ্যেই আক্রান্ত হয়েছে ২৩০০ মানুষ এবং মৃত্যুবরণ করেছে ৮জন।
এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার সর্বপথম দেশের জনগণের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে। আর এসব কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন আরও স্তিমিত হয়ে আসছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হবে আইসিসির সভাতে। আগামি ২৯ মার্চ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক আয়োজন করবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ৭ম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের। আইসিসির বোর্ডের ১৮ জন সদস্য এবং সেই সঙ্গে ১২টি টেস্ট খেলুড়ে দেশের বোর্ড পধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবে। আর এই বৈঠকেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হবে।’