জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি। ২ ম্যাচের দু’টিতেই হাফ সেঞ্চুরি করেন এই ব্যাটসম্যান। তার মোট রান ১১৯। প্রথম ম্যাচে ৫৯ ও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৬০ রান করেন লিটন। তাই সিরিজ সেরাও হন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সর্বোচ্চ রান করেছিলেন লিটন।