টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়ার পুরস্কার বিতরণ

1

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, বিশেষ অতিথি ছিলেন, এনুমিয়া আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী, হোমস টেক্স-এর কর্ণধার ব্যবসায়ী নেতা মুহাম্মদ মহিউদ্দিন, রেষ্টুরেন্ট এন্ড ট্যুরিজম ব্যবসায়ী মোঃ আক্কাস উদ্দিন।
টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি ও ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, সাংগঠনিক সম্পাদক বাসুদেব। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী।
টিসিজেএ অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. পারভেজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, মোঃ নুর হাসিব ইফরাজ, মো. রবিউল হোসেন টিপুসহ এসোসিয়েশনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
টিসিজেএ ইনডোর ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারম এককে চ্যাম্পিয়ন হারুন উর রশিদ, দ্বৈতে চ্যাম্পিয়ন নুর জামান আতিক ও শীতল মলি­ক উত্তম, লুডু এককে চ্যাম্পিয়ন আবদুল আজিজ মুন্না, দ্বৈতে মো. সেলিম  উল্ল্যাহ ও নাজিম উদ্দিন, দাবায় চ্যাম্পিয়ন মোঃ আলী আকবর।