টানা বৃষ্টিতে চন্দনাইশের নিম্নাঞ্চল তলিয়ে গেছে

2

চন্দনাইশ প্রতিনিধি

টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে চন্দনাইশের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শঙ্খ নদীতে পাহাড়ি ঢলের পানি বিপদ সীমানার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৯ মে রাত থেকে বিদ্যুৎ না থাকায় পুরো এলাকা অন্ধকার হয়ে পড়ে।
বিশেষ করে পাহাড়ি ঢলের পানি কাঞ্চননগর, সৈয়দাবাদ, জামিরজুরীসহ বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়।
পাহাড়ি ঢলের পানি শঙ্খ নদী, বরুমতি খাল, গুইল্যাছড়ি খালের পাড় উপরে আশেপাশের এলাকা প্লাবিত হয়ে পড়ে। এসব এলাকার অনেকে বন্যায় কবলিত হওয়ার আশংকায় রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দফায় দফায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গত ২৯ মে রাতে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ বন্ধ করে দেয়। চন্দনাইশ সদর এলাকায় গতকাল ৩০ মে সন্ধ্যায় বিদ্যুৎ সরবারহ করলে ও উপজেলার অন্যান্য এলাকায় প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ দেয়নি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী ফখরুদ্দীন বলেছেন, গ্রিডে সমস্যার কারণে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গ্রিডের কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ স্বাভাবিক হবে।