মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে গেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হারের শঙ্কাই পড়েছিল সুমাইয়া আক্তারের দল। সেখান থেকে শেষ দুই ম্যাচ টানা জিতে সিরিজ সমতায় শেষ করেছে জুনিয়র টিম টাইগ্রেস। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৯.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। সর্বোচ্চ ২৪ রান করেন জান্নাতুল মাওয়া। ২০, ২১ ও ১৫ রানের আরও কয়েকটি কার্যকরী ইনিংস খেলেন যথাক্রমে ইভা, আফিয়া আসিমা এবং সাদিয়া আক্তার। ব্যাটের পর বলেও দারুণ পারফরম্যান্স করেন জান্নাতুল মাওয়া, তার ৩ উইকেট শিকারে ১২৭ রানের লক্ষ্যে নামা লঙ্কানদের ইনিংস থামে ১০৫ রানে। ২১ রানের জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে টিকে ছিল লাল-সবুজের দলটি। প্রথম ম্যাচে ৫ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।