দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। দেশে এখনো মুক্তি না পেলেও ‘সাবা’র গন্তব্য এখন আন্তর্জাতিক সফর! ইতিমধ্যে টরন্টো ঘুরে এসেছে সিনেমাটি। ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে চলতি মাসে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই অভিনেত্রীর প্রথম সিনেমার। এর মধ্যেই নতুন খবর, টরন্টো ঘুরে এবার সিনেমাটি যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। মাকসুদ হোসেন পরিচালিত এ সিনেমাটি দেখানো হবে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে। আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সিজিভি সেন্টাম সিটি থ্রি’তে ‘সাবা’র প্রদর্শনী হবে। এরপর ৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে আবারও দেখানো হবে সিনেমাটি। সবশেষে ৯ অক্টোবর দুপুর ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা উপভোগ করবেন এটি। টরন্টো উৎসব থেকে ফিরে মেহজাবীন চৌধুরী বলেন, ‘টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘সাবা’কে সবাই খুব ভালোভাবে নিয়েছেন। অনেকেই প্রশংসা করেছেন। আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল কিন্তু সেখানে সিনেমাটি দেখার সময় আমাদের সঙ্গে বিদেশি দর্শকরাও ইমোশনাল হয়েছেন। সেখানে এবারই প্রথম দেখেছি, বিদেশি দর্শকরা ভিনদেশি একটি সিনেমা দেখার সময় কীভাবে সেটিকে আপন করে নিচ্ছেন। আমাদের হাসি-কান্না, সুখ-দুঃখের সঙ্গে কীভাবে নিজেদের একাত্মতা প্রকাশ করছে।’ খুব কাছাকাছি সময়ে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ জায়গা করে নেওয়ায় অভিনেত্রীর মনে দ্বিগুণ উত্তেজনা এবং উচ্ছ্বাস কাজ করছে বলে জানান। এই উৎসবেও যাওয়ার ইচ্ছে রয়েছে তার।