তবলা শিক্ষার প্রসার এবং সংগীতচর্চার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে ‘ঝুমকা তবলা প্রশিক্ষণ কেন্দ্র’ আয়োজন করে এক বিশেষ তবলা প্রশিক্ষণ কর্মশালার। গত ১০ মে রাউজান সুলতানপুরস্থ শিক্ষক কাঙ্গাল মাস্টারের বাড়িতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ অনন্য আয়োজন। কর্মসূচির মধ্যে ছিল তবলা কর্মশালা, সনদপত্র বিতরণ, আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝুমকা তবলা প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও বিশিষ্ট তবলাশিল্পী পার্থপ্রতিম দাশ। গুণীজন সম্মাননায় ভ‚ষিত হন ভারত কোলকাতার নবদ্বীপ সংগীত চক্রের অধ্যক্ষ তবলাশিল্পী সমীর আচার্য্য, রাউজান প্রেস ক্লাবের সহ- সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব যীশু সেন, রাউজান মিউজিক স্কুলের প্রশিক্ষক শিল্পী প্রদীপ দাশ, তীর্থ সংগীত নিকেতনের প্রশিক্ষক প্রয়াত সংগীতশিল্পী সুভাষ দাশ (মরণোত্তর)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী সুমন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন ফুলকি স্কুলের তবলা প্রশিক্ষক জয়ন্ত দেব। সংগীত পরিবেশন করেন শিল্পী প্রদীপ দাশ। কর্মশালার মূল প্রশিক্ষক ছিলেন নবদ্বীপ সংগীত চক্র (কলকাতা)-এর অধ্যক্ষ ও খ্যাতিমান তবলাগুরু, বেতার ও টেলিভিশনের অভিজ্ঞ তবলাশিল্পী সমীর আচার্য্য। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তবলার বিভিন্ন বোল, কায়দা ও ঘরানাভিত্তিক ছন্দের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় ১০০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। বিজ্ঞপ্তি