নিজস্ব প্রতিবেদক
শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে ‘বিমানবন্দর নিরাপত্তা মহড়া ২০২৫’। গতকাল বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে আয়োজিত মহড়ায় অংশ নেয় সশস্ত্র বাহিনীসহ অন্ততঃ ১২টি সরকারি সংস্থা।
মহড়ায় দেখানো হয়, দুবাই থেকে আসা একটি ফ্লাইটে বোমা রয়েছে- এমন তথ্য পাওয়ার পর বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। পরে যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দু’টি দল বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী, হাইজ্যাক, অগ্নিনিরাপত্তা ও বোমা হামলাসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা মূল্যায়নে প্রতি দুই বছর পর পর এমন মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভ‚ঁইয়া বলেন, এভসেক সদস্যরা দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত মহড়া পরিচালনা করে আসছেন। তাছাড়া যথাযথ প্রস্তুতি ছাড়া কোনো কার্যক্রম কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আর তাই প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলন অপরিহার্য।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের উচিত সময়োপযোগী মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা।
এ মহড়ায় দ্রæততম সময়ে প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করেন। বিভিন্ন সংস্থার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি সুচারুভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথি অংশগ্রহণকারী সংস্থাগুলোর দক্ষতা ও প্রস্তুতির প্রশংসা করে বলেন, প্রত্যেকের পারফরম্যান্স ছিল অত্যন্ত সন্তোষজনক। তিনি জাতীয় স্বার্থে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সদ্য যোগদান করা সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলে, ‘আমরা সকলে দলগত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন সেক্টরকে আরও নিরাপদ ও যাত্রীসেবার মানকে আরও উন্নত করতে সক্ষম হবো’।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর পৃষ্ঠপোষকতায় বিমান বাহিনীর এয়ারক্রাফট এএস-৩২ এবং বিমানবাহিনীর সামরিক হেলিকপ্টার এমআই-১৭ এর মাধ্যমে মহড়াটি সম্পন্ন হয়।
অনুষ্ঠিত মহড়ায় বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, সিএমপি, বাংলাদেশ আনসার, বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, বিমানবাহিনী মেডিকেল টিম, বিমানবন্দরের মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা উপস্থিত থেকে অংশ নেন।