সাইফুল্লাহ্ চৌধুরী, আমিরাত থেকে
প্রথম দু’ম্যাচ হারার পর টানা দু’ম্যাচ জয়। এরপর আবারও হেরে বসেছে আবুধাবি টি-টেনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বাংলা টাইগার্স। নিজেদের পঞ্চম ম্যাচে এসে অপ্রত্যাশিতভাবে তারা হেরেছে আজমান বোল্টের কাছে। ফলে কোয়ালিফায়ারে খেলতে হলে এয়াছিন চৌধুরীর টিমকে বাকি দুই ম্যাচে জিততেই হবে।
গতকাল বুধবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বাংলা টাইগার্সকে ৩১ রানে হারায় বোল্ট।
টসে হেরে ব্যাট করতে নামা আজমান বোল্টকে বড় সংগ্রহ এনে দেন অ্যালেক্স হেলস। শেভন ড্যানিয়েলকে নিয়ে তিনি ৫.৩ ওভারেই দলকে এনে দেন ৭৭ রানের ভিত্তি। ২৭ রান করে ড্যানিয়েল আউট হলেও ৩০ বলে সমান ৬টি করে চার-ছয়ে সাজানো ৭৫ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স হেলস।
আগের দিন দুই আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ ও হজরতুল্লাহ জাজাই দু’জন মিলে বাংলা টাইগার্সকে জয় এনে দিয়েছিলেন। এদিন জাজাইয়ের ব্যাটে কিছুটা হাসির ঝলক দেখা গেলেও নিষ্প্রভ ছিলেন শেহজাদ। একইসাথে ব্যর্থতার খাতায় নাম লেখান লংকান ব্যাটার দানুস শানাকা ও ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন।
পাকিস্তানি মারকুটে ব্যাটার ইফতেখার ৮ বলে ২১ রান করে ঝড়ের আভাস দিলেও তা সাকিবের সাথে ভুল বোঝাবুঝিতে মাঝপথে থেমে যায়। সাকিব যদিও ১৯ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন তা কেবল পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে।
আজ (২৮ নভেম্বর) কোয়ালিফাইং রাউন্ডে উঠার লড়াইয়ে বাংলা টাইগার্স মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা শিরোপাধারী ডেকান গ্ল্যাডিটেয়র্সের।