ঝর্না দেখতে গিয়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

1

কক্সবাজার প্রতিনিধি

ঝর্না দেখতে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ মেহরাব হোসাইনের (১৮) মরদেহ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে উখিয়ার রেজুখালের মোহনায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর উখিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ আসতে বিলম্ব হলে স্থানীয়রাই মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে যান। ছেলেকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন পিতা-মাতা।স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে চলছে আহাজারি।
এর আগে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি ঝরনায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন মেহরাব। তিনি কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেহরাব তার ১৮ জন বন্ধুসহ ফাত্রাঝিরি ঝর্না এলাকায় বেড়াতে যান। ফেরার পথে হঠাৎ বৈরি আবহাওয়ায় পাহাড়ি ঢল নামে। খালের পানি বেড়ে গেলে বাঁশের তৈরি সাঁকো ভেঙে যায়। খাল পার হওয়ার সময় মেহরাব পানির স্রোতে ভেসে যান।
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যার কৃতি ফুটবলার শেখ জামাল বলেন, নিখোঁজের পর থেকেই মেহরাবের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ এলাকার শত শত লোক ফাত্রাঝিরি ঝর্না এলাকায় খোঁজ করেন। শুক্রবার বিকেলে মেহরাবের মরদেহ এলাকায় আনা হয়। এ সময় উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়েন।
উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।