ঝড়ের মতো এসেছিলেন আসিফ

1

‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে ধুমকেতুর মতো উদয় হয়েছিলেন আসিফ আকবর। অ্যালবামের শিরোনাম গানটি এ দেশের তরুণদের প্রিয় গান হয়ে উঠেলি। ২০০১ সালের ২৯ জানুয়ারি ঢাকায় ও পরদিন ৩০ জানুয়ারি সারাদেশে ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ পেয়েছিল। সেই হিসেবে অ্যালবামটির এবং গায়ক হিসেবে আসিফ আকবরের ২ যুগ পূর্তি হলো বুধবার। গীতিকার ও সুরকার ইথুন বাবুর হৃদয়ছোঁয়া কথা ও সুরে আসিফের উন্মাদনা ছড়ানো কণ্ঠে খুব অল্প সময়ের মধ্যেই অ্যালবামটি অডিও বাজারে ঝড় তুলেছিল। প্রথম অ্যালবাম দিয়েই আসিফ জানান দিয়েছিলেন, অডিও ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে এসেছে এক নতুন গায়ক। অ্যালমবামটি প্রকাশের পর আসিফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনেমা ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে গান করে যান তিনি। নিজেকে নিয়ে যান জনপ্রিয়তার শৗর্ষে। আসিফের প্রথম অ্যালবামের প্রায় সবকটি গানই শ্রোতারা লুফে নেন। তবে এর প্রথম গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়।