রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি সদর উপজেলার ঝগড়াবিলে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন রাঙামাটির অধিবাসীরা। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি, সহ-সভাপতি, জাতীয় দলের খেলোয়াড়, স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ক্লাবের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি চাকরিজীবী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।
তাদের দাবি বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সদর উপজেলার ঝগড়া বিলে স্থাপন করতে হবে। তিন পার্বত্য জেলার ঐতিহ্যবাহী ও পুরাতন জেলা রাঙামাটি। রাঙামাটি সদর উপজেলার ঝগড়া বিলেই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে তিন পার্বত্য জেলা তথা জেলার ১০ উপজেলার মানুষ খেলাধুলার মান্নোয়ন ও সুবিধা ভোগ করতে পারবেন।
মানবন্ধনে বক্তারা আরও বলেন, সাবেক জেলা প্রশাসক মোশারফ হোসেন ও মিজানুর রহমান সদর উপজেলার ঝগড়া বিলে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব রেখেছিলেন। ইতোমধ্যে ঝগড়া বিল এলাকায় বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য যাচাই-বাছাইও করা হয়েছে। কিন্তু একটি স্বার্থান্নেষী মহল কাপ্তাইয়ের ওয়াগ্গায় বিকেএসপি স্থাপনে পাঁয়তারা করছে। ঝগড়া বিলে ভৌগলিক কেন্দ্রীয়তা ও যোগাযোগ সুবিধা রয়েছে। সবদিক দিয়ে সুবিধাজনক স্থান হলো সদর উপজেলার ঝগড়া বিল জায়গাটি।এসময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সহ-সভাপতি বাবুল আলী তালুকদার, সমাজসেবক রিকো খীসা, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হৃদয় চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রনজ্যোতি চাকমা, রাঙামাটি প্রতিবন্ধী পুনর্বাসন স্কুলের নির্বাহী পরিচালক নুরুল আব্ছার, রাঙামাটি জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম খান, বাংলাদেশ ফেডারেশনের উশু কোচ ও জাজেস আব্দুল মান্নান রানা ও ভেদভেদি তা’লীমুল কুরআন মাদ্রাসার হেফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল মান্নান, সরকারি ৪র্থ শ্রেণি কর্মচারি ক্লাবের সাবেক সভাপতি মো. মাহমুদুল হকসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আমরা শুনেছি বিকেএসপি প্রশিক্ষণ কেন্দ্র সদর উপজেলার ঝগড়া বিল স্থাপন না করে অন্যত্র স্থাপনের পাঁয়তারা চলছে। ঝগড়া বিল বিকেএসপি স্থাপন করতে পার্বত্য উপদেষ্টার সম্মতি রয়েছে। আমরা চাই সদর উপজেলার ঝগড়া বিলে বিকেএসপি নির্মাণ করা হউক। সদর উপজেলার ঝগড়া বিল বিকেএসপি স্থাপন করা হলে এর সুফল সবাই ভোগ করতে পারবে। বিকেএসপির মহাপরিচালক ও সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহবান বিকেএসপি যেন রাঙামাটি জেলা সদর ঝগড়া বিল স্থাপন করা হয়।










