টানা সাত ম্যাচ পরাজিত থাকার পর শেষ দুটিতে জয় দিয়ে জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ শেষ করেছে স্টেডিয়াম পাড়ার ক্লাব শতদল। গতকাল চলমান এ লিগের একমাত্র এবং শতদল ও বিসিআইসি ক্রীড়া সংসদের মধ্যকার শেষ খেলায় ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে শতদল। তবে শেষ খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদকে হারিয়েও অপেক্ষায় থাকতে হচ্ছে শতদল ক্লাবকে। কারণ এ জয়ে এবারের আসর শেষ করে ৬ পয়েন্ট নিয়ে বন্দরের সাথে যৌথভাবে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে শতদল। আগামীকাল বন্দর ও চসিক একাদশের খেলার উপর রেলিগেশন নির্ভর করছে। ৭ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে বিসিআইসি। আগামীকাল লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী।
নিয়মিত তিন বিদেশি ছাড়া খেলতে নামা বিসিআইসি প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে ছিল। ৩৮ মিনিটে অ্যাজাওর গোলে এগিয়ে যায় শতদল। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান ২-০ করেন ক্রিস্টোফার। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে বিসিআইসির পক্ষে প্রথম গোল করেন শাহরিয়ার। ৫ মিনিট পর পেনাল্টি থেকে সামিউল গোল করলে শতদল ৩-১ গোলে এগিয়ে থাকে। শেষ দিকে বিসিআইসির সিমন গোল করে ব্যবধান ৩-২ করেন। ম্যাচ সেরা শতদলের সামিউলের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মনোরঞ্জন দে। আজকের খেলা- কোয়ালিটি স্পোর্টস বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (১টা ৩০), উদয়ন সংঘ বনাম মোহামেডান ব্লুজ (বিকেল ৩টা ১৫)।
এদিকে সিজেকেএস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, চলমান এ লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী আগামীকাল সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে সিজেকেএস ও সিডিএফএ এর নির্বাহী সদস্য ও কাউন্সিলরবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল অনুরোধ জানিয়েছেন।