জয়ে শেষ শতদল ক্লাবের কাল সমাপনী

39

টানা সাত ম্যাচ পরাজিত থাকার পর শেষ দুটিতে জয় দিয়ে জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ শেষ করেছে স্টেডিয়াম পাড়ার ক্লাব শতদল। গতকাল চলমান এ লিগের একমাত্র এবং শতদল ও বিসিআইসি ক্রীড়া সংসদের মধ্যকার শেষ খেলায় ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে শতদল। তবে শেষ খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদকে হারিয়েও অপেক্ষায় থাকতে হচ্ছে শতদল ক্লাবকে। কারণ এ জয়ে এবারের আসর শেষ করে ৬ পয়েন্ট নিয়ে বন্দরের সাথে যৌথভাবে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে শতদল। আগামীকাল বন্দর ও চসিক একাদশের খেলার উপর রেলিগেশন নির্ভর করছে। ৭ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে বিসিআইসি। আগামীকাল লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী।
নিয়মিত তিন বিদেশি ছাড়া খেলতে নামা বিসিআইসি প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে ছিল। ৩৮ মিনিটে অ্যাজাওর গোলে এগিয়ে যায় শতদল। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান ২-০ করেন ক্রিস্টোফার। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে বিসিআইসির পক্ষে প্রথম গোল করেন শাহরিয়ার। ৫ মিনিট পর পেনাল্টি থেকে সামিউল গোল করলে শতদল ৩-১ গোলে এগিয়ে থাকে। শেষ দিকে বিসিআইসির সিমন গোল করে ব্যবধান ৩-২ করেন। ম্যাচ সেরা শতদলের সামিউলের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মনোরঞ্জন দে। আজকের খেলা- কোয়ালিটি স্পোর্টস বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (১টা ৩০), উদয়ন সংঘ বনাম মোহামেডান ব্লুজ (বিকেল ৩টা ১৫)।
এদিকে সিজেকেএস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, চলমান এ লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী আগামীকাল সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে সিজেকেএস ও সিডিএফএ এর নির্বাহী সদস্য ও কাউন্সিলরবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল অনুরোধ জানিয়েছেন।