জয়ে শেষ মোহামেডান ব্লুজ ও মুক্তিযোদ্ধার লিগ মিশন

44

চলমান জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে জয় দিয়ে শেষ করেছে মোহামেডান ব্লুজ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল প্রথম খেলায় শাওনের হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩-১ গোলে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে ও দ্বিতীয় খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ টনি’র গোলে উদয়ন সংঘকে পরাজিত করে। এ জয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১০, ব্লুজ ১৮, কোয়ালিটি ১১ ও উদয়ন সংঘ ৯ পয়েন্ট অর্জনের মধ্যদিয়ে চলমান লিগ শেষ করেছে।
খেলার ১৬ মিনিটে হুমায়নের ক্রস থেকে সেগুনের হেড কিপারের হাত ফসকে গেলে শাওন সহজে বল জালে পৌঁছান (১-০)। ৩৬ মিনিটে ওবায়দুরের থ্রো আয়ত্বে নিয়ে আগুয়ান কিপারকে পরাস্ত করে শাওন বল জালে পাঠালে ব্যবধান ২-০ হয়। প্রথমার্ধের ইনজুরি সময়ে লাকির বাড়ানো বলে প্লেস করে হ্যাটট্রিক করেন শাওন (৩-০)। ৫৭ মিনিটে কোয়ালিটির বদলি আরমান গোল করে ব্যবধান ৩-১ করেন। পরবর্তীতে উভয়েই পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি। ৭৫ মিনিটে সেগুনের পেনাল্টি শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। ৫ মিনিট ব্যবধানে কোয়ালিটির লেখান জসুয়ার পেনাল্টি শট কিপার ফারুক প্রতিহত করেন। এর আগে ও পরে মুক্তিযোদ্ধার স্ট্রাইকার কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন। ম্যাচ সেরা শতদলের শাওনের হাতে ক্রেস্ট তুলে দেন সিডিএফএ কোষাধ্যক্ষ ও সাবেক কৃতি ফুটবলার মো. শাহজাহান।
অপর খেলায় মোহামেডান ব্লুজ ২৯ মিনিটে টনি’র গোলে লিড পায়। বামপ্রান্ত দিয়ে ঢুকে কস্টা গোলমুখে বল পাঠালে টনি টোকা দিয়ে বল জালে পাঠানোর সময় মাংসপেশীতে ছোট পেয়ে মাঠ ছাড়েন (১-০)। ৬৫ মিনিটে বদলি মুরাদের জোরালো শটে ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় ব্লুজ। আক্রমণ করেও গোল করার মত উল্লেখযোগ্য কিছু করতে পারেনি উদয়ন। ম্যাচ সেরা ফুয়াদের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও কন্ঠশিল্পী আবদুল মান্নান রানা।