জয়ের খোঁজে ওয়েলিংটনে বাংলাদেশ ক্রিকেট দল

10

প্রথম দুই ওয়ানডেতে হেরে নিউজিল্যান্ডের কাছে ইতোমধ্যে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডেটি এখন শুধু আনুষ্ঠানিকতা। তবে হোয়াইওয়াশ এড়াতে শেষ ম্যাচে জয় ছাড়া অন্যকিছু ভাবার সুযোগ নেই টাইগারদের সামনে। আর সেই ম্যাচটি খেলতে ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে পৌঁছেছে তামিমবাহিনী। ক্রাইস্টচার্চ থেকে বিমানে চড়ে মঙ্গলবার নিউজিল্যান্ড সময় বিকেলের দিকে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল। ডানেডিনে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয়টিতে জয়ের সম্ভাবনা তৈরি করেও হেরে যায় বাংলাদেশ। আগামী শুক্রবার ভোর ৪টায় ওয়ালিংটনের বেসিন রিজার্ভে মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ।