আন্তর্জাতিক জ্যোতির্ষ মহাসম্মেলনে জ্যোতিষশাস্ত্রে হস্তরেখায় রোগ নির্ণয়ের উপর বিশেষ অবদানস্বরূপ কলকাতার মোহিত মৈত্র মঞ্চে স¤প্রতি শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ (কলকাতা)-এর পরিচালক ব্রহ্মানন্দ শাস্ত্রী কাছ থেকে জ্যোতিষ বিদ্যাবারধি গোল্ড মেডেল ও পিএইচডি অব ডক্টরেট উপাধি গ্রহণ করেন জ্যোতিষ সম্রাট চন্দ্র রাজ আচার্য্য। সম্মেলনে উপস্থিত ছিলেন অমিনেষ শাস্ত্রী, ড. নারায়ন শাস্ত্রী, রথিম মল্লিক, স্বাতী ঘোষাল, সুস্মিতা শাস্ত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সি আর আচার্য্য (চন্দ্র রাজ) মহাকালী নবগ্রহ মন্দির হালিশহরে পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। তিনি সমাজের মানবকল্যাণে সকলের সহযাগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি