জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের আবির্ভাব উৎসবের প্রস্তুতিসভা

506

যোগচার্য পরমহংশদেব শ্রী শ্রী মৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১০ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে শংকর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর উদ্যোগে সম্প্রতি মহানগরের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরমহংশ শ্রী মৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অধ্যক্ষ শংকর মঠ ও মিশন, লায়ন সন্তোষ কুমার নন্দীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক কেশব কুমার চৌধুরী, রনধীর ঘোষ রায়, সুলাল কান্তি চৌধুরী, সমির কান্তি পাল, রনজিৎ মলি­ক, লায়ন দিলিপ কুমার শীল, মাস্টার অজিত কুমার শীল, কাজল পাল, অজিত শীল, মিন্টু পাল লিটু, কাজল শীল, লিটন শীল, অজয় শর্মা, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, বৃষ্টি বৈদ্য, নুপুর দাশ প্রবীর, আশীষ চৌধুরী, খোকন দাশ, চিত্ত রঞ্জন শীল, সুবল শীল, রিপন পাল প্রমুখ। সভায় আগামী ২৪ ও ২৪ জানুয়ারি জে এম সেন হল প্রাঙ্গনে যোগাচার্য পরমহংশদেব শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ ১১০তম শুভ আবির্ভাব উৎসব সাফল্যমন্ডিত করার জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ১৩ জানুয়ারি রোববার পুনরায় সভায় উপস্থিত থাকার বিনীতভাবে সবাইকে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি