জ্যোতির টানা দ্বিতীয় সেঞ্চুরি

1

প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন নিগার সুলতানা জ্যোতি। এর আগে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরিটিও এসেছিল তার ব্যাট থেকেই। শনিবার সেন্ট্রাল জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে খেলতে নেমে ২১৮ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে তিনি তিন অঙ্কের ম্যাজিকাল স্কোর ছুঁয়েছেন। এর আগে, ইস্ট জোন প্রথম ইনিংসে ওপেনার দিলারা দিলারার ১০২ এবং তিথি ও সুপ্তার জোড়া ফিফটির ওপর ভর করে ৩৫৪ রান সংগ্রহ করেছিল। এর জবাবে সেন্ট্রাল জোনের ওপেনার মুর্শিদা খাতুন ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, দলকে শক্ত ভিত গড়ে দেয়।