স্পোর্টস ডেস্ক
স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। তার স্মৃতিকে সম্মান জানাতে লিভারপুল ঘোষণা দিয়েছে, জোতার ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখা হবে। লিভারপুল এক বিবৃতিতে জানায়, “২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে অসামান্য অবদান রেখেছেন জোতা। এ মৌসুমে এভারটনের বিপক্ষে মার্চের মার্সিসাইড ডার্বিতে অ্যানফিল্ডের ‘কপ’-এর সামনে তার নিখুঁত ফিনিশিং ও চেনা মুভে করা গোলটিই ছিল তার জীবনের শেষ গোল যা হয়ে থাকবে চিরস্মরণীয়।” লিভারপুল তাদের ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড়কে সম্মান জানাতে জার্সি নম্বর আনুষ্ঠানিকভাবে ‘অবসর’ দেয়নি। জোতার ক্ষেত্রে সেই ব্যতিক্রম ঘটানোর দাবি জানাচ্ছেন ক্লাবের ভক্তরা। যদিও ক্লাব এখনও ‘অমর’ করার ব্যাপারটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা বিস্তারিত জানায়নি। জোতার জন্য এই শ্রদ্ধা কেবল তার ফুটবল প্রতিভার স্বীকৃতি নয়, বরং একজন প্রিয় সতীর্থ ও নিঃস্বার্থ পেশাদার হিসেবে তার জীবনের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।