জোকোভিচ-মারে জুটি ছয় মাসেই শেষ

1

স্পোর্টস ডেস্ক

নোভাক জেকোভিচের কোচ হিসেবে অ্যান্ডি মারে যোগ দেওয়ার বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছিল টেনিস দুনিয়ায়। দুই মহাতারকার এই বন্ধনকে বাকিরাও দেখেছেন ভালো চোখে। কিন্তু এটি টিকলো না বেশিদিন। ৬ মাসেই ভেঙে গেল জুটিটি। গত নভেম্বরে অস্ট্রেলিয়ান ওপেনের আগে মারেকে কোচ হিসেবে নিয়োগ দেন জোকোভিচ।
তার কোচিংয়ে আসরের সেমিফাইনালে কোয়ালিফাই করে সার্বিয়ান এই তারকা। কিন্তু পায়ের চোটের কারণে পরে সরে দাঁড়ান তিনি। মূলত এই মৌসুমটাই ভালো কাটছে না তার। সবমিলিয়ে পাঁচ টুর্নামেন্টের চারটিতেই হেরেছেন প্রথম ম্যাচে। এছাড়া মায়ামি ওপেনের ফাইনাল থেকেও বিদায় হয়েছে তার।