জেল হত্যা দিবসে বন্দর সিবিএ’র মাহফিল ও আলোচনা সভা

13

চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় বন্দর সিবিএ’র কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দর সিবিএ এর সভাপতি মনসুর আহমেদের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মেজবাউল ইসলামের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকসহ সিবিএ’র নেতৃবৃন্দ এসময় বক্তব্য দেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরাই জেল হত্যাকান্ড ঘটিয়েছে। বাঙালির ইতিহাসে এটি একটি কলুষিত অধ্যায়। এই হত্যাকান্ডে জড়িতদের বিচার না হলে বাঙালি দায়মুক্ত হবেনা। বিজ্ঞপ্তি