চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় মহাসড়ক স¤প্রসারণ কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এম জিয়াবুল হক নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন সড়ক বিভাগের এক ঠিকাদার। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেন তিনি। হুমকির শিকার সাংবাদিক এম জিয়াবুল হক জাতীয় পত্রিকা দৈনিক সংবাদ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চকরিয়া প্রতিনিধি।
থানায় দায়ের করা জিডিতে এম জিয়াবুল হক উল্লেখ করেন, সা¤প্রতিক সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের বক্সরাডের স¤প্রসারণ কাজ চলছে। চট্টগ্রামের এ জে ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজের কার্যাদেশ পায়। পরবর্তীতে এ কাজে তদারকি করছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজির পাড়ার বাসিন্দা শামশুল আলমের ছেলে ঠিকাদার মো. সাহাব উদ্দিন। মেসার্স এস জে ট্রেডার্সের মালিক ঠিকাদার সাহাব উদ্দিন গত বছরের ২৯ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় জেলও খাটেন। বেশ কিছুদিন ধরে তার তত্ত¡াবধানেই চলছে মহসড়ক স¤প্রসারণ কাজ। তবে এ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে চকরিয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সাথে কথা হয় এম জিয়াবুল হকের।
বিষয়টি জানার পর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঠিকাদার সাহাব উদ্দিন তার ব্যবহৃত মোবাইল থেকে সাংবাদিক জিয়াবুল হককে অকথ্য ভাষায় গালমন্দ ও হত্যার হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরে এ ঘটনায় থানায় একটি জিডি করেন সাংবাদিক এম জিয়াবুল হক।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।